Friday, August 23, 2024

Xcnllers News Bangla

 

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই যেভাবে কানেক্ট করবেন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনার বাড়িতে কোনও অতিথি এলে প্রথমেই ওয়াইফাই পাসওয়ার্ড জিজ্ঞাসা করেন। সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড হলেও, প্রায় সব রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়াও অন্য উপায়ে নেটওয়ার্কে লগ ইন করার সুবিধা দেয়। যদিও কারও অনুমতি ছাড়া তাঁর ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার আইনি সমস্যা ডেকে আনতে পারে। তাই যে কোনও নেটওয়ার্কে কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন।




কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?


ডব্লিউপিএস ব্যবহার করে—


রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে নিন কীভাবে করবেন?



* স্মার্টফোনে Settings ওপেন করুন।

* এবার নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাইসিলেক্ট করুন।

* Advanced Settings সিলেক্ট করুন।


* Connect by WPS Button সিলেক্ট করুন।

* এবার রাউটারে WPS বাটন টিপুন। ৩০ সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে।


* এর পরে প্রত্যেকবার নিজে থেকেই আপনার ফোন এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে।





রাউটারে পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোড—


কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। সাময়িকভাবে এই অপশন এনাবল করে অতিথিকে ওয়াইফাই অ্যাকসেস দিতে পারেন।

* কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেস বারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১ টাইপ করে এন্টার করুন।


* ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পাসওয়ার্ড জানা না থাকলে ‘admin’ দিয়ে দেখুন।


* লগ ইন হলে ওয়াইফাই সেটিংস থেকে guest Network সিলেক্ট করে এনাবল করে দিন।

* গেস্ট নেটওয়ার্কের জন্য নাম দিয়ে দিন। সিকিওরিটি ফাঁকা রাখুন।


কিউএর কোডের মাধ্যমে ওয়াইফাই লগ ইন—



কিউএর (QR) কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন তুলনামূলক জটিল। এর থেকে পাসওয়ার্ড টাইপ করলে সহজে লগ ইন করা সম্ভব। তা-ও দেখে নিন কিউএর কোড স্ক্যান করে কী ভাবে ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করবেন।


ল্যাপটপ থেকে—


* বন্ধুর ল্যাপটপে qrstuff.com ওয়েবসাইট ওপেন করুন।



* এখানে বাঁ দিকে Wifi Login অপশন সিলেক্ট করুন।


* এবার নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন।

* তার পর কিউএর কোড ডিসপ্লের উপরে দেখতে পাবে। স্মার্টফোন থেকে এই কিউএর কোড স্ক্যান করুন।

* স্ক্যান করার পরে Connect to this network সিলেক্ট করুন।



স্মার্টফোন থেকে—



* Play Store থেকে WiFiKeyShare ইনস্টল করুন।

* বন্ধুর স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করুন।

* বন্ধুকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বলুন।


* এবার বন্ধুর ফোনের ডিসপ্লেতে কিউএর কোড ভেসে উঠবে।

* এই কোড স্ক্যান করে লগ ইন করুন।






No comments:

Post a Comment

Usa News

  Harris explains in exclusive CNN interview why she’s shifted her position on key issues since her first run for president Savannah, Georgi...